Monday, January 5, 2009

চরিত্র ও আচরণ

নীতিবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের আচরণের নৈতিকমূল্য নির্ধারণ করে যে আচরণ বা কাজ এ নৈতিক আর্দশের সাথে সামঞ্জস্যপূর্ণ তা ন্যায় যা ভাল বলে বিচার করা হয় কিন্তু যে কাজ এ আর্দশের সাথে সামঞ্জস্যহীন তা অন্যায় , মন্দ বা অনুচিত বলে বিবেচিত হয় মানুষের সব আচরণ নৈতিক বিচারের বিষয়বস্তু নয়, কেবল ঐচ্ছিক ও অভ্যাসগত ক্রিয়াই নৈতিক বিচারের আওতাধীন আর আচরণ নানাভাবে চরিত্রের সাথে সম্পর্কিত


চরিত্র:


ইংরেজি Character শব্দের বাংলা অর্থ হচ্ছে চরিত্র চরিত্র শব্দটি দুটি অর্থে ব্যবহ্নত হয়


যেমন :


সংর্কীন অর্থে এবং বৃহদার্থে


সংর্কীন অর্থে চরিত্র বলতে নৈতিক চরমগুণকে বুঝায়


এ অর্থে আমরা সচরাচর বলে থাকি যে, জীবনের মুকুট ও গৌরব হচ্ছে চরিত্র


যেমন কোন ভালো আচরণ দেখলে আমরা মন্তব্য করে থাকি ভদ্রলোকটি চরিত্রবান ভালোই মনে হয় ইত্যাদি ইত্যাদি...


ব্যাপক অর্থে, চরিত্র মনের স্থায়ী প্রবণতা যা ইচ্ছার স্থায়ী অভ্যাস থেকে গঠিত ও বিকশিত হয় চরিত্র কোন অভিপ্রায় একটি স্থায়ী স্বভাব এবং এটি বিশেষ পন্থায় ক্রিয়া এটি ব্যক্তির এমন এক বিশেষ মানসিক ও নৈতিক গঠন বা অভ্যাসগত ইচ্ছার প্রবণতা‌ যা তাকে সমগ্র ব্যক্তিত্বের একটা গুণ


এখন আমরা মানুষের আচরণ নিয়ে আলোচনা করব:


আচরণ:


আচরণ বলতে ব্যাপক অর্থে ঐচ্ছিক- অনৈচ্ছিক সকল ক্রিয়া যা কোন লক্ষ্যের দিকে ধাবিত হয় সেগুলোকে বোঝায়


হার্বাট স্পেন্সার এ অর্থেই আচরণ শব্দটি ব্যবহা র করেছেন অনৈচ্ছিক ক্রিয়াগুলো যদি ও একটি লক্ষ্যের দিকে পরিচালিত হয় না, একটা লক্ষ্যের ধারণার দ্বরা ও ক্রিয়াগুলোকে আচরণের অন্তর্ভূক্ত করা যায় না কারণ অনৈচ্ছিক ক্রিয়াগুলোকে ভাল বা মন্দ, উচিত বা অনুচিত কিছুই বলা যায় না নৈতিক দৃষ্টিকোণ থেকে ঐচ্ছিক ক্রিয়াকে আচরণের অন্তর্ভুক্ত করা হয় কারণ ঐচ্ছিক ক্রিয়া কোন উদ্দেশ্য সাধনে জন্য করা হয় অভ্যাসগত ক্রিয়া ও আচরণের অন্তর্ভুক্ত কেননা অভ্যাসগত ক্রিয়া স্বয়ংক্রিয়া হলে ও ঐচ্ছিক ক্রিয়ার পুন:পুন: সম্পাদনের ফল সুতরাং নীতিবিজ্ঞানে আচরণ বলতে ঐচ্ছিক ও অভ্যাসগত আচরণ উভয় ক্রিয়াকেই বুঝায়


আমাদের সমাজের প্রতিটি মানুষের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা বিপদে-আপদে সাহায্যে হাত বাড়ানো, সমগ্র মানুষের দু:খকে নিজের করে ভাবা আমরা মানুষ বেঁচে আছি, বেঁচে কি থাকবো? কত দিনই বা আমরা বেঁচে থাকবো আসুন না এই ক্ষণস্থায়ী জীবনে আপরের জন্য কিছু করি ভাল আচরণ দিয়ে,ভাল ব্যবহার দিয়ে, ভাল চরিত্রের মাধ্যমে ইতিহাসের পাতায় না হয় ,মানুষের মনে একটু জায়গা করে নি


No comments: