Thursday, July 29, 2010

আত্মা


আত্মা নিতান্তই আকস্মিকভাবে দেহের সঙ্গে যুক্ত হয়।প্রত্যেক দেহ বিশ্ব-আত্মা থেকে তার আত্মা পেয়ে থাকে। বিশ্ব-আত্মা থেকে নি:সৃত হয়ে আত্মাকে প্রাথমিকভাবে দেহে অবস্থান করতে হয়। দেহে অবস্থানকালে আত্মা ক্রমবর্ধমানভাবে নিজেকে এক স্বতন্ত্রসত্তা হিসেবে বিকশিত করে। সুতরা: আত্মা পবিত্র রাখা প্রত্যেক মানুষের কর্তব্য। তাই নি:চুপ আত্মাকে সতেজ করতে হবে। তবেই ভাল কাজ করার শক্তি পাবে।