
নশ্বর দেহে অবিনশ্বর আত্মার বসবাস যেমনে
আত্মশক্তি অর্জনে আত্মা রক্ত-মাংসের মানুষ আলোকিত করে তেমনে।
আত্ম উপলব্ধিহীন অন্তঃসার শূন্যদেহের মধ্যে
নর্দমার পরিত্যক্ত দুর্গন্ধযুক্ত ময়লার মতো ছড়িয়ে থাকে।
সৃষ্টি ও স্রষ্টার শাশ্বত প্রেম রহস্যময়তায় ঢাকা থাকে যেমনে
আত্মা ও ঢাকা থাকে নশ্বর দেহের ভেতর তেমনে।
আত্নানুসন্ধান অনন্ত জীবনের পথ প্রদর্শনের আশায়
অনায়াসে পরিস্ফুটিত পুষ্পের সৌরভ জোটে তাতে।
একাগ্রচিত্তে দুনিয়ার মায়া ছেড়ে প্রার্থনায় নিমগ্ন হলে
সৃষ্টির সেরা মানব জীবন যায় না বিফলে।
পৃথিবী সৃষ্টির সূচনালগ্নে অসীম আকাশের দিকে চেয়ে
প্রভু তুমি জ্বেলে রেখেছিলে নূর-নক্ষত্র রাজিগুলো ঐ আকাশের পথে।
যে নক্ষত্রের আলোয় আদিম মানব-মানবীর প্রেম
পাপাধারে খুঁজে পেলো পূন্যের পথ, অশুভ হল দূর।
আত্মা কখনও মরে না সে বেঁচে থাকে তার ভাল কর্মের মাঝে
ঘুড়ে বেড়ায় অনন্ত অসীম সীমানার ভেতরে অমর হওয়ার সাধনার মধ্যে।
No comments:
Post a Comment