Saturday, November 21, 2009

মালা গাঁথা

আমি আজ মালা গাঁথতে বসেছি

যতবার গেথেছি মালা পড়েছে খসে,

জানি না কি কারণে কোন বা দোষে

তুমি শুধু অপলক নয়নে আমার সামনে বসে

দেখেছ আমাকে,

আমারই নয়নে নয়ন রেখে কি যে করেছ আমায়।

আমার মালা খসে পড়ল সেই দোষে কি তাই

দু হাত ধরে শপথ নিয়ে হাত বাড়ালে আমার দিকে।

মন যে আমার আকুল হল তোমারই দৃষ্টি দোষে

আজ আমি গান শুনাব তোমায় কথাই নাহি ফোটে মুখে

কন্ঠ আমার গিয়েছে জমে বরফ জমার ফাকে,

মধুর হাসি খেলা করে তোমার দুষ্টু চোখের আড়ালে।

বল, আমায় কি করলে তুমি মধুর হাসি হেসে

আমার কন্ঠ কেন রুদ্ধ হল কথা কেনই বা মুখে রইল

বুঝি না আমি জানি না আমি শুধু জানি তুমি

কি করলে আমায় কি করলে তুমি

বন্ধ হল মালা গাথা সেই দিনকার মত

রেখে দিলাম মালা গাথা কন্ঠে পড়ল তালা

তুমি বললে ওগো প্রিয়া বিদায়ের এখন পালা।


No comments: