Friday, October 1, 2010
আমি আসব
রা. আ. হিরা
তুমি আমায় ডেকে দেখ
আমি আসব
তোমার ডাকে সাড়া দিতে
তুমি আমাকে ভালবাসা দাও
আমি আসব
তোমার ভালবাসায় সাড়া দিতে
তুমি আমায় ডেকেই দেখ
আমি আসব
তোমার দু:খের সাথী হতে
তুমি আমায় ডেকে দেখ
আমি আসব
তোমার ভালবাসায় পরন্ত বিকেল হতে
তুমি আমাকে নাম ধরে
একবার ডেকেই দেখ
আমি আসব
তোমার চোখে আমাকে দেখতে
অতীতের সব দু:খ মুছে দিতে
সব হতাশার গ্লানি মুছে দিতে
তোমার ভালবাসার উষ্ঞ পরশ নিতে
আমি আসব
আকাশ হতে এক মুঠো নীল নিয়ে
তোমায় রাঙাবো বলে
সূর্যের রক্তিম আভায়
তোমার জীবন আলোকিত করবো বলে
আমায় আরেক বার ডেকে দেখ!!
Thursday, July 29, 2010
আত্মা
আত্মা নিতান্তই আকস্মিকভাবে দেহের সঙ্গে যুক্ত হয়।প্রত্যেক দেহ বিশ্ব-আত্মা থেকে তার আত্মা পেয়ে থাকে। বিশ্ব-আত্মা থেকে নি:সৃত হয়ে আত্মাকে প্রাথমিকভাবে দেহে অবস্থান করতে হয়। দেহে অবস্থানকালে আত্মা ক্রমবর্ধমানভাবে নিজেকে এক স্বতন্ত্রসত্তা হিসেবে বিকশিত করে। সুতরা: আত্মা পবিত্র রাখা প্রত্যেক মানুষের কর্তব্য। তাই নি:চুপ আত্মাকে সতেজ করতে হবে। তবেই ভাল কাজ করার শক্তি পাবে।
Saturday, November 21, 2009
মালা গাঁথা
আমি আজ মালা গাঁথতে বসেছি
যতবার গেথেছি মালা পড়েছে খসে,
জানি না কি কারণে কোন বা দোষে
তুমি শুধু অপলক নয়নে আমার সামনে বসে
দেখেছ আমাকে,
আমারই নয়নে নয়ন রেখে কি যে করেছ আমায়।
আমার মালা খসে পড়ল সেই দোষে কি তাই
দু হাত ধরে শপথ নিয়ে হাত বাড়ালে আমার দিকে।
মন যে আমার আকুল হল তোমারই দৃষ্টি দোষে
আজ আমি গান শুনাব তোমায় কথাই নাহি ফোটে মুখে
কন্ঠ আমার গিয়েছে জমে বরফ জমার ফাকে,
মধুর হাসি খেলা করে তোমার দুষ্টু চোখের আড়ালে।
বল, আমায় কি করলে তুমি মধুর হাসি হেসে
আমার কন্ঠ কেন রুদ্ধ হল কথা কেনই বা মুখে রইল
বুঝি না আমি জানি না আমি শুধু জানি তুমি
কি করলে আমায় কি করলে তুমি
বন্ধ হল মালা গাথা সেই দিনকার মত
রেখে দিলাম মালা গাথা কন্ঠে পড়ল তালা
তুমি বললে ওগো প্রিয়া বিদায়ের এখন পালা।
কষ্ট
র. আ. হিরা
কষ্টের একপ্রান্তের তুমি আর অন্য প্রান্তে আমি
বেদনা রাঙানো ভালোবাসা মাঝে মধ্যে দেয় হাতছানি
অভিমানের একপ্রান্তের তুমি আর অন্য প্রান্তে আমি
তাইতো দু জনের মধ্যে ব্যবধান অনেকখানি।
বন্ধুত্ব থেকে ভালোবাসা জানি না কিভাবে হয়
তখনোও আমি বুঝিনি ভালোবাসা কারে কয়
যেদিন তুমি বলেছ ভালোবাস আমায়
সেদিন ও আমি বুঝিনি কি হল যে আমার
নিজের সুখ কখনো ও চাইনি তোমার সুখে আঁড়ালে
তোমার সুখে ,সুখ খুঁজে নিয়েছি আমি কষ্টকে ভুলে গিয়ে।
ভালোবেসে যাব আমি যতদিন ভালোবাসা থাকে
দেখব তুমি, আমার ভালোবাসা সব ভালোবাসার উপরে।
Monday, November 16, 2009
শুভ ভালোবাসা
শুভ ভালোবাসা
র. আ. হিরা
অপেক্ষাতে বসেছিলাম অনেকক্ষণ
ভেবেছিলাম তুমি হয়তো বা আমাকে দেবে ফোন
কারণটা ছিল এক বছর পূর্ণ হল ভালবাসার বাঁধন
ঠিক এই দিনে হাতে হাত রেখে বলেছিলে
সন্দেহ কি হয়, আমি শুধু তোমার অন্য কারো নই।
বিশ্বাস হয়নি তখন আমার তা ভ্রু কুঁচকে বলেছি সে কথা
আজ আমি তোমায় দিবনা কোন ফোন দেখি তুমি
কতদূর যেতে পার ছেড়ে আমার এই বাঁধন
অচেনা পথ পাড়ি দিয়ে যেদিন করেছিলে দেখা
হাত ধরে দিয়েছিলে কথা যাবে না আমায় ছেড়ে
শত বিপদ হলে ও যদি আমি থাকি একা
ভাবতেই অবাক লাগে ভুলে গেলে সেইদিনে সেই কথা।
একবার ফোন করে বলে দেও শুভ ভালোবাসা।
Sunday, November 15, 2009
তোমার কতখানি
তোমার কতখানি
রাইমা আ. হিরা
তাকিয়ে দেখ আকাশের দিকে
কত বিশাল তার দেহখানি,
তাকিয়ে দেখ সমুদ্রের দিকে
বিশাল তার জলরাশি
তাকিয়ে দেখ নিজের দিকে
পড়বে মনে তখনি
আমি ছিলাম তোমার কতখানি।