আমি আসব
রা. আ. হিরা
তুমি আমায় ডেকে দেখ
আমি আসব
তোমার ডাকে সাড়া দিতে
তুমি আমাকে ভালবাসা দাও
আমি আসব
তোমার ভালবাসায় সাড়া দিতে
তুমি আমায় ডেকেই দেখ
আমি আসব
তোমার দু:খের সাথী হতে
তুমি আমায় ডেকে দেখ
আমি আসব
তোমার ভালবাসায় পরন্ত বিকেল হতে
তুমি আমাকে নাম ধরে
একবার ডেকেই দেখ
আমি আসব
তোমার চোখে আমাকে দেখতে
অতীতের সব দু:খ মুছে দিতে
সব হতাশার গ্লানি মুছে দিতে
তোমার ভালবাসার উষ্ঞ পরশ নিতে
আমি আসব
আকাশ হতে এক মুঠো নীল নিয়ে
তোমায় রাঙাবো বলে
সূর্যের রক্তিম আভায়
তোমার জীবন আলোকিত করবো বলে
আমায় আরেক বার ডেকে দেখ!!
Friday, October 1, 2010
Thursday, July 29, 2010
আত্মা
আত্মা নিতান্তই আকস্মিকভাবে দেহের সঙ্গে যুক্ত হয়।প্রত্যেক দেহ বিশ্ব-আত্মা থেকে তার আত্মা পেয়ে থাকে। বিশ্ব-আত্মা থেকে নি:সৃত হয়ে আত্মাকে প্রাথমিকভাবে দেহে অবস্থান করতে হয়। দেহে অবস্থানকালে আত্মা ক্রমবর্ধমানভাবে নিজেকে এক স্বতন্ত্রসত্তা হিসেবে বিকশিত করে। সুতরা: আত্মা পবিত্র রাখা প্রত্যেক মানুষের কর্তব্য। তাই নি:চুপ আত্মাকে সতেজ করতে হবে। তবেই ভাল কাজ করার শক্তি পাবে।
Subscribe to:
Posts (Atom)